দেশজুড়ে

সুমাইয়ার বিয়ে বন্ধ করলো পুলিশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৭ম শ্রেণি পড়ুয়া ছাত্রী সুমাইয়া আক্তারের (১৪) বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ৩টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামে ওই বাল্যবিয়ে বন্ধ করে দেয় বকশীগঞ্জ থানা পুলিশ।পুলিশ জানায়, উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামের সুলতান মিয়ার মেয়ে বাট্টাজোড় মীরকামাল দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণি পড়ুয়া ছাত্রী সুমাইয়া আক্তারের সঙ্গে একই গ্রামের কালি মিয়ার ছেলে মাহমুদুল হাসানের বিয়ের দিন ধার্য করা হয়। রোববার দুপুরে সুমাইয়া আক্তারের বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হলে স্থানীয় গ্রামবাসী পুলিশে খবর দেন। পরে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেয়।বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, আমরা গত সাতদিনে বকশীগঞ্জ উপজেলায় ৫টি বাল্যবিয়ে বন্ধ করেছি। আমাদের এই উদ্যোগে অব্যাহত থাকবে। শুভ্র মেহেদী/এমজেড/পিআর