দেশজুড়ে

টেপাখড়িবাড়ী ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

নীলফামারীর ডিমলায় টেপাখড়িবাড়ী ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার বিকালে টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউএসএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ইউএসএস এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ইউনিট ম্যানেজার ডাক্তার ঋষিকেশ সরকার, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর টেকনিক্যাল অফিসার শাহানাজ বেগম, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, সম্পাদক জাহেদুল ইসলাম জাহিদ প্রমুখ।জাহেদুল ইসলাম/এসএস/আরআই