টাঙ্গাইলের মির্জাপুরে দুই লিটার কোমল পানীয়র জন্য বাজি ধরে সাঁতরিয়ে নদী পারি দিতে যেয়ে রাজা বাসফৈর (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।
সোমবার বিকেলে লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। রাজা বাসফৈর কুমুদিনী হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে কুমুদিনী হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী রাজা বাসফৈর ও তার সহকর্মী আকাশ বাসফৈর (২০) দুই লিটার কোমল পানীয়র বাজি ধরে লৌহজং নদী পারি দিতে সাঁতার দেন।
আকাশ সাঁতরিয়ে নদী পার হয়ে তীরে উঠতে পারলেও নদীর মধ্যে গিয়ে রাজা তলিয়ে যায়। এ সময় রাজা বাঁচাও বাঁচাও বলে চিৎকারও করেছে বলে নদীর তীরের দোকানি জাফর আহমেদ, খুদেজা বেগম, ফিরোজ মিয়া ও রাশেদা বেগম জানিয়েছেন।
রাজা বাসফৈরের পিসি সোনিয়া বাসফৈর বলেন, এই নদী ভালো না। গত দুই তিন বছর আগে পূজার মধ্যে নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়।
কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস মির্জাপুর অফিসে খবর দিলে ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে যান।
মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, টাঙ্গাইলে ডুবুরি না থাকায় ঢাকায় যোগাযোগ করা হচ্ছে।
কুমুদিনী হাসপাতালের সহকারী প্রশাসক সৈয়দ হায়দার আলী বলেন, রাজা ও আকাশ কুমুদিনী হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী। রাজাকে উদ্ধারের বিষয়ে যতদূর সহযোগিতা করা প্রয়োজন তা করা হবে।
এসএম এরশাদ/বিএ