ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে যানজট নেই। সেই সঙ্গে নেই যানবাহনের গতিও। তবে এ মহাসড়কে ধীরে ধীরে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে গাড়ির চাপ।
এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। এতে নির্বিঘ্নে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ। যানজট নিরসনে মহাসড়কে জেলা পুলিশের সাড়ে ৭ শতাধিক পুলিশ কাজ করছে।
সরেজমিনে মঙ্গলবার দুপুরে মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা যায়, গতকাল সোমবারের চেয়ে মঙ্গলবার মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে মহাসড়কে পরিবহনের চাপ বাড়তে শুরু করেছে।
ঈদ যাত্রায় জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদের বাসের পাশাপাশি ট্রাক, পিকআপে ছাদে করেও মহাসড়ক পাড়ি দিতে দেখা যাচ্ছে। যানজট নিরসনে বিভিন্ন স্থানে কাজ করছে পুলিশ।
রাবনা বাইপাসে ট্রাকচালক মহিদুল ইসলাম বলেন, আমি মহাসড়কের টাঙ্গাইলের অংশে কোনো যানজট পাইনি। তবে রাতের দিকে ঢাকার দিকে যানজট ছিল।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বলেন, মহাসড়কের টাঙ্গাইলের অংশে মঙ্গলবার গাড়ির সংখ্যা বৃদ্ধি পেলেও সড়কের কোথাও কোনো সমস্যা হয়নি। এখন পর্যন্ত টাঙ্গাইল অংশে কোনো যানজটের সৃষ্টি হয়নি। স্বাভাবিক রয়েছে যান চলাচল।
তবে মঙ্গলবার মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ সৃষ্টি হচ্ছে। সামনে আরও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস