দেশজুড়ে

সাতক্ষীরা সীমান্তে পিস্তলসহ ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরার কুশখালি সীমান্ত থেকে তিনটি পিস্তলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

মঙ্গলবার সকালে সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় বিজিবির কুশখালি বিওপির টহল দল তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে তিনটি ভারতীয় পিস্তল জব্দ করা হয়।

আটক ভারতীয় নাগরিকের নাম গোপাল বিশ্বাস (৩৫)। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরুপনগর থানার খলসি গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে।

বিজিবির কুশখালি বিওপির সুবেদার নাসির জানান, মূল পিলার ১০-এর সাব পিলার ২ এর কাছে সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাকে আটক করেন। আটক ভারতীয় নাগরিক সোনাই নদী সংলগ্ন একটি বাওড়ের মধ্য ধেকে সাঁতার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তার দেহ তল্লাশি করে এ সময় তিনটি পিস্তল ও পাঁচ বোতল মদ উদ্ধার করা হয়।

বিজিবির ৩৮-ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আমিন জাগো নিউজকে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছে তিনটি পিস্তল পাওয়া গেলেও সঙ্গে কোনো গুলি ছিল না। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

আকরামুল ইসলাম/এএম/আইআই