দেশজুড়ে

কয়েলের আগুনে পুড়ে শতাধিক ঘর ছাই

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ২৭ পরিবারের শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার গভীর রাতে উপজেলার সোনাহার ইউনিয়নের প্রধানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডলসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে ওই এলাকার নুর আলমের গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নীলফামারী ও ডোমার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এরই মধ্যে ওই গ্রামের পাশাপাশি থাকা ২৭টি পরিবারের শতাধিক ঘর আগুনে পুড়ে যায়।

বসতবাড়িসহ আগুনে ৩টি গরু, নগদ টাকা, ধান-চাল, পাট ও শিক্ষার্থীদের বই পুড়ে গেছে। এতে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

ক্ষতিগ্রস্ত সাহিরুল ইসলাম বলেন, আগুনে আমার পাকা ঘরের সবকিছুই পুড়ে গেছে। কোনো কিছুই রক্ষা করতে পারিনি। পরিবার নিয়ে এখন কি করবো, কোথায় যাব বুঝতে পারছি না।

দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জজ বলেন, ঘটনাটি গভীর রাতে হওয়ায় এবং উপজেলা শহরে কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য উপজেলা পরিষদ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল বলেন, খবর পেয়েই আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। তাৎক্ষণিক প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল এবং দুটি কম্বলসহ শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

সফিকুল আলম/এএম/আরআইপি