দেশজুড়ে

রায় সংশোধনে প্রধান বিচারপতিকে উদ্যোগ নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ষোড়শ সংশোধনী রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি যে কথাগুলো বলেছেন তা নিয়ে সারাদেশে ঝড় বইছে। পর্যবেক্ষণে বঙ্গবন্ধুকে ছোট করতে গিয়ে তারা নিজেরাই ছোট হয়ে গেছেন।

তিনি বলেন, প্রধান বিচারপতি অনুধাবন করতে পেরেছেন তিনি এই পর্যবেক্ষণ দ্বারা শুধু নিজেকেই বিতর্কিত করেননি জাতির জনককেও হেয় করার চেষ্টা করেছেন। তিনি যে অপ্রাসঙ্গিক রায় দিয়েছেন সেটি তাকেই সংশোধন বা বাতিলের উদ্যোগ নিতে হবে।

বুধবার বিকেলে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, সংসদ আর বিচার বিভাগ যার যার অবস্থানে সার্বভৌম। যদি কেউ এর সীমানা অতিক্রম করে তবে জনগণের কাছে তাকে বিতর্কিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মোহাম্মদ আলী ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. পুতুল রায় প্রমুখ।

এর আগে তিনি শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের লোগো উন্মোচন করেন এবং ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রতিষ্ঠাতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত আব্দুল মান্নান প্রতিকৃতি উন্মোচন করেন।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস