দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার নাটিয়া পাড়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে চন্দ্রা থেকে এ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে খণ্ড খণ্ড যানজট ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ যানজট ভয়াবহ আকার ধারণ করে। বর্তমানে থেমে রয়েছে যানচলাচল। 

এর ফলে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসগুলোর টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস থেকে শহরের ভিতর দিকে মহাসড়কের রাবনা বাইপাসে পৌঁছানোর চেষ্টা করছে।

পুলিশ ও স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়, ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় ভোর থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে খণ্ড খন্ড যানজটের সৃষ্টি হয়। সকালে মহাসড়কের এলেঙ্গা, রসুলপুর, করটিয়া বাইপাস, ধেরুয়া রেলক্রসিং, পাকুল্যা এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই এ যানজট তীব্র আকার ধারণ করে নাটিয়া পাড়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় তিন ঘণ্টা একেবারে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশ এ যানজট নিরসনে কাজ করছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জাকির হোসেন জানান, ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার চাপ বৃদ্ধি পাওয়ায় শুক্রবার ভোর থেকে এ মহাসড়কে যানবাহন বৃদ্ধি পায়। এছাড়াও মহাসড়কের বিভিন্ন স্থানে খানা খন্দ, সড়ক দুর্ঘটনা, টোলপ্লাজার কালক্ষেপণসহ উত্তরবঙ্গগামী গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। তবে যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রুতই এ যানজট নিরসন হবে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস