টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের শশীনাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবার শুক্রবার সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা পালন করছেন।
এ উপলক্ষে সকাল ৮টা স্থানীয় মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে এ পরিবারগুলোর নারী পুরুষ অংশগ্রহণ করেন।
গত ৩ বছর ধরে তারা সৌদিআরবের সঙ্গে মিল রেখে ঈদ ও কোরবানি করে আসছেন। ঈদ জামাত শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। পরে পশু কোরবানি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাউহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ফিরোজ।
আরিফ উর রহমান টগর/এএম/পিআর