দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ-গুলি, আহত ২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন।

শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বোমা হামলা ও গোলাগুলির অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে পুলিশ।

আহতদের মধ্যে জয়নাল আবেদিন (৪০) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতরা হলেন- হাপানিয়া গ্রামের হাসান মিয়া (৩২), মিলন আলী (২২), মহিবুল ইসলাম (৩৮), সেলিম রেজা (৩২), আজিজুল হক (৫০), জয়নাল আবেদিন (৪০), মতিয়ার রহমান (৫০), আব্দুল গফুর (৩০), উসমান গণি (৪৫), আব্দুল কুদ্দুস (৪৫), মকলেছ মিয়া (২২), ঠান্ডু মিয়া (৩৮) ও মো. বুকলসহ (৩৬) ২৪ জন।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার নিজাম উদ্দীন জানান, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নামাজ শুরু না করায় প্রতিবাদ করে হাপানিয়া গ্রামের ঈদগাহে নামাজ পড়তে আসা মুসল্লিদের একাংশ।

এ নিয়ে গ্রামের মুসল্লিরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। এক পক্ষ নামাজ না পড়ে মাঠ ত্যাগ করেন। পরে নামাজ শেষে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২৪ জন আহত হয়।

এ সময় বোমা হামলা ও গোলাগুলির অভিযোগ বিষয়ে এসপি বলেন, অভিযোগটি আমিও শুনেছি। তবে এখন পর্যন্ত এর সত্যতা মেলেনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ড. তারিক হাসান শাহিন জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে জয়নাল আবেদিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার পুলিশের ওসি আকরাম হোসেন বলেন, এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সালাউদ্দীন কাজল/এএম/পিআর