প্রাণ ড্রিংকিং ওয়াটার-এর আয়োজনে নড়াইলের উন্নয়নে মাশরাফির ‘রান ফর নড়াইল’ কর্মসূচি পালিত হয়েছে। ‘রান ফর নড়াইল’র নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সোমবার বিকেল ৫টায় ‘রান ফর নড়াইল’ নড়াইলের রূপগঞ্জ এলাকার বাঁধাঘাট এলাকা থেকে শুরু হয়ে ৩ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহসচিব ও জাতীয় ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ।
‘নড়াইল এক্সপ্রেস’ ঘোষিত নড়াইলের উন্নয়নে ১১ দফা কর্মসূচির সফল করতে ‘রান ফর নড়াইল’ কর্মসূচি পালিত হয়। প্রাণ ড্রিংকিং ওয়াটার-এর আর্থিক সহযোগিতায় নড়াইল একপ্রেস নামের একটি বেসরকারি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। হাফিজুল নিলু/এএম/এমএস