দেশজুড়ে

মঠবাড়িয়ায় নিখোঁজ বিএনপি নেতার মরদেহ উদ্ধার

পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান তালুকদারের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের বাথ রুমের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত হাবিবুর রহমান তালুকদার রোববার দুপুর থেকে নিখোঁজ ছিলেন।

নিহত হাবিবুর রহমানের স্ত্রী মালেকা বেগম বলেন, রোববার দুপুরে আমার স্বামীকে তুষখালী হাই স্কুলের মসজিদের সম্মুখ থেকে আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী একটি গ্রুপ ধরে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখে। পরে সোমবার রাতের কোনো এক সময় হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে তিনি কাজ না করায় তাকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তরিকুল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। তার গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করার মতো চিহ্ন রয়েছে। তার মুখমণ্ডলও থেতলানো। ধারণা করা হচ্ছে-দালানের দেয়াল বা ফ্লোরের সঙ্গে আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করেছে ঘাতকরা।

হাসান মামুন/আরএআর/জেআইএম