চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গুরুতর অসুস্থ এই ১০ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই নারী ও শিশু। ফরিদগঞ্জ উপজেলার চরপোঁয়া গ্রামের গাজী বাড়িতে রাসেল হোসেনের ঘরে পরিবারের সদস্যরা দুপুরের খাবার খায়। খাবারের তালিকায় ছিল ভাত, মুরগির মাংসের সঙ্গে শসা, ডাল এবং দধি। খাবার গ্রহণের কয়েক ঘণ্টা পর ওই পরিবারের এক এক জন করে সদস্য অসুস্থ হতে শুরু করে। মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে তাদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই চাঁদপুর সদরের জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। গৃহকর্তা রাসেল হোসেন জাগো নিউজকে জানায়, বৃদ্ধা অসুস্থ মাকে অনেকেই দেখতে আসেন। তাই পরিবারের সদস্যদের নিয়ে একটু বেশি খাবারের আয়োজন করা হয়।হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. বেলায়েত হোসেন জাগো নিউজকে জানান, খাবারে বিষ জাতীয় কিছু দেয়াতে এতে বিষক্রিয়ায় প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ে। তাদের জরুরি ভিত্তিতে স্যালাইন দেয়া হয়েছে। অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে হবে।ইকরাম চৌধুরী/এআরএস