কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস এলাকায় বিআরবি গ্রুপের সামনে ট্রাকচাপায় রাশেদুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার হড়রা গ্রামের ইয়াকুব প্রামানিকের ছেলে এবং বিআরবি গ্রুপের শ্রমিক। হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামান জানান, বুধবার সকালে রাশেদুল নিজ বাইসাইকেলযোগে কর্মস্থল বিআরবিতে আসছিলেন। বিআরবির গেটের সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই রাশেদুলের মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই বাড়িতে নিয়ে রাশেদুলের মরদেহ দাফন করে।আল-মামুন সাগর/এসএস/এমএস