দেশজুড়ে

লক্ষীপুরে জেলেদের মৎস্য উপকরণ বিতরণ

লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞার সময় জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার ৪৫০ জন জেলের প্রত্যেককে ১০ হাজার টাকা মূল্যের ১১ কেজি জাল ও ১৩ কেজি করে রশি দেওয়া হয়। বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্য অধিদফতরের উদ্যোগে জেলেদের এ মৎস্য উপকরণ দেওয়া হয়।কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহীম হামিদ শাহীনের সভাপতিত্বে বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলেকউজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজ ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সাগর প্রমুখ।প্রসঙ্গত, জাটকা সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান ও গবেষণা প্রকল্পের আওতায় জাটকা আহরণ হতে বিরত থাকা কমলনগরের ৪৫০ জেলেদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়।কাজল কায়েস/এআরএ/আরআই