আন্তর্জাতিক

তুরস্কে সেনা অভিযানে ১০০ কুর্দি নিহত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সেনা অভিযানে নিষিদ্ধ সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ১০০ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে প্রেস টিভি।

তুরস্কের জেনারেল স্টাফের বিবৃতিতে বলা হয়েছে, হাক্কারি রাজ্যের বিভিন্ন এলাকায় গেল দুই সপ্তাহের অভিযানে তারা নিহত হয়েছেন।

অভিযানে পিকেকের ১২টি আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এ ছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

তুরস্ক পিকেকেকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে এবং দেশটিতে এ সংগঠনটি নিষিদ্ধ। ১৯৮৪ সাল থেকে সংগঠনটি স্বাধীন কুর্দি অঞ্চল দাবি করে আসছে।

২০১৫ সালের জুলাইয়ে তুর্কি সরকার ও পিকেকের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি ভেস্তে যায়। এরপর থেকে তুরস্কে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা বাড়তে থাকে।

গত তিন দশকে পিকেকে ও সরকারি বাহিনীর সংঘর্ষে ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন।

এনএফ/আরআইপি