জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর অভিযানে হিজবুল মুজাহিদিনের দুই সদস্য নিহত হয়েছে। তাদের আরো এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র জব্দ করেছেন সেনা সদস্যরা।
নিহত ২ জঙ্গিকে দাউদ আহমেদ আলি এবং শইয়ার আহমেদ ওয়ানি বলে চিহ্নিত করা হয়েছে। জম্মু-কাশ্মিরের কুলগাও জেলার খুদওয়ানিতে জঙ্গিরা লুকিয়ে আছে বলে রোববার রাতে গোপনসূত্রে খবর পায় সেনাবাহিনী।
তারপর ওই এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালানো হয়। সে সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনারাও। এতে ঘটনাস্থলেই দুই জঙ্গি নিহত হয়।
টিটিএন/আরআইপি