দেশজুড়ে

ভারি বর্ষণে নগর জীবন ব্যাহত

ভারি বর্ষণে নগর জীবন ব্যাহত

চট্টগ্রামে ভারি বর্ষণে নগরীর বিভিন্ন সড়ক হাঁটু পানিতে তলিতে গেছে। তবে ভারি বৃষ্টিপাত হলেও গরম কমেনি। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও অব্যাহত রয়েছে। চট্টগ্রাম ও আশপাশের এলাকার ওপর দিয়ে বৃহস্পতিবার বেলা ১টা থেকে প্রচন্ড ঝড় শুরু হয়। গত কয়েকদিন ধরে খাল ও নালা নর্দমা পরিষ্কার ও খনন কাজ চললেও আজকের অল্প সময়ের বৃষ্টিতে সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর ২নং গেইট, চকবাজার ,বাদুরতলা, কাপাশগোলা, বাকলিয়া, দেওয়ান বাজার, ডিসি রোড,স্টেশন রোড, কদমমলী, আগ্রাবাদ সিডিএ, হালিশহর এ ব্লক, পাঠানটুলি, মোগলটুলি ও শেখ মুজিব রোডের অংশ বিশেষ হাঁটু পানিতে তলিয়ে যায়। এতে ব্যস্ত সড়কগুলোতে দেখা দেয় তীব্র যানজট। এ সময় বেশি ভোগান্তিতে পড়ে স্কুল-কলেজ থেকে বাসাগামী শিক্ষার্থীরা।চৌধুরী লোকমান/এআরএ/আরআই

Advertisement