জাতীয়

হজযাত্রী প্রতি ৬৮০০ রিয়াল সৌদিতে স্থানান্তরের অনুমতি

হজযাত্রী প্রতি ৬৮০০ রিয়াল সৌদিতে স্থানান্তরের অনুমতি

হজ এজেন্সিগুলোকে যাত্রী প্রতি ৬৮০০ রিয়াল সৌদিতে স্থানান্তরের অনুমতি দিয়েছে সরকার। সৌদি আরবে হজযাত্রীদের বাড়ি ভাড়া, খাবার সরবরাহ ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য এ অর্থ পাঠাতে পারবে এজেন্সিগুলো। এ লক্ষ্যে সকল বেসরকারি এজেন্সিকে হজযাত্রীদের নামের তালিকা ও মোয়াল্লেম ফি প্রদানের প্রমাণ দাখিল করতে হবে। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) বেগম হাসিনা শিরিন স্বাক্ষরিত এক পরিপত্রে হজ এজেন্সির মালিক/বৈধ প্রতিনিধির মাধ্যমে যথাযথ আর্থিক বিধিবিধান অনুসরণ করে সৌদি আরবে ৬৮০০ রিয়াল বা সমমানের বাংলাদেশি টাকা স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। চলতি বছর বাংলাদেশ থেকে নির্ধারিত কোটার ১ লাখ ১ হাজার ৭ শ’ ৫৮ জন হজযাত্রী সৌদি আরবে হজ করতে যাবেন বলে আশা করা হচ্ছে। এমইউ/এসএইচএস/পিআর

Advertisement