দেশজুড়ে

ডিমলায় বাসচাপায় যুবকের মৃত্যু

নীলফামারীর ডিমলায় বাসচাপায় সহিদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ীর হ্যালিপ্যাডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সহিদুল ইসলাম বন্দর খড়িবাড়ীর আমিনুর ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০ টায় উপজেলার ডাঙ্গার হতে সৈয়দপুরগামী (নোয়াখালী জ-০৮-০০১৮) কেএসআরএম নামের একটি বাস দ্রুতবেগে যাওয়ার পথে খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ীর হ্যালিপ্যাডের কাছে সহিদুল ইসলাম নামের এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক বাসের চালক বাসটি নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গিয়ে ডিমলা সদরের একটি ফিলিং স্টেশনে বাসটি রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ডিমলা থানায় একটি মামলা হয়েছে।জাহেদুল ইসলাম/এসএস/এমএস