মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পাহাড়ের মাটি ধসে রিয়া রায় (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় পিতা মন্টু রায় ও তার আরেক মেয়ে মাধবী রায় আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর চা বাগানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানায়, করিমপুরের চা বাগানের পাহাড়ের নিচে মন্টু রায়ের বাড়ি। সকালে হঠাৎ পাহাড়ের মাটি ধসে মন্টুর বাড়ি ওপর পড়লে ঘটনাস্থলেই ঘুমন্ত অবস্থায় তার মেয়ে রিয়ার মৃত্যু হয়। এ সময় মন্টুসহ তার আরেক মেয়ে আহত হন। রাজনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুনবী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এআরএ/এমএস