দেশজুড়ে

বিএনপির দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া

চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা বিএনপির সম্মেলন চলাকালে শনিবার সকালে দু’গ্রুপের মধ্যে ধাওয় পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর ও সদর উপজেলা বিএনপির সম্মেলন শহরের সন্ধ্যা কমিউনিটি হলে চলাকালে জেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টিপুর নেতৃত্বে একটি মিছিল সম্মেলন স্থলে এসে পৌঁছলে বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রীয় নেতা হারুনুর রশিদ গ্রুপ তাদের ধাওয়া করে।

এসময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং দু’পক্ষই ইট-পাটকেল নিক্ষেপ করে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবায়ের হোসেনর সঙ্গে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি কোনো কথা বলতে চাননি।

এদিকে বিএনপির উভয় পক্ষের নেতাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লে­খ্য, সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলামের সভাপতিত্বে পৌর ও সদর থানা বিএনপির সম্মেলন শনিবার শহরের সন্ধ্যা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, বিএনপি নেত্রী আসিফা আশরাফি পাপিয়াসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

আব্দুল্লাহ/এফএ/এমএস