টাঙ্গাইলের বাসাইলের চাপড়া বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি ডা. কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নৌকা বাইচের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।
নৌকা বাইচ প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক একে আজাদ খান শূরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, বাসাইল উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।
নৌকা বাইচে টাঙ্গাইল, ঢাকা, সাভার, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন ধরনের শতাধিক নৌকা অংশ নেয়। আয়োজিত এই নৌকা বাইচ উপভোগ করেন হাজার হাজার নারী-পুরুষ এবং শিশুরা।
আরিফ উর রহমান টগর/জেএইচ