বাগেরহাটের মংলা মো. আব্দুল হালিম (৩৫) নামের এক শ্রমিকের মাথায় পাইপ পড়ে মৃত্যু হয়েছে। শনিবার ভোরে দুবাই-বংলাদেশ সিমেন্ট মিলে কাজ করার সময় একটি লোহার পাইপ ছুটে এসে মাথায় আঘাত পান। সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শ্রমিক আব্দুল হালিম বাগেরহাটের ফকিরহাট উপজেলার শেখ আব্দুল ছত্তারের ছেলে।দুবাই-বংলাদেশ সিমেন্ট মিলস লিমিটেডের ম্যানেজার (প্রশাসন) মো. শহিদুল ইসলাম জানান, ভোরে মিলসের ভিতরে একটি মেশিনে কাজ করার সময় হঠাৎ একটি লোহার রড় ছুটে এসে মাথায় আঘাত লাগে মেকানিক আব্দুল হালিমের। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল হালিম এ মিলে প্রায় ১৫ বছর ধরে মেকানিক হিসেবে কাজ করছেন বলেও জানান তিনি।শওকত আলী বাবু/এআরএ/আরআই