টাঙ্গাইলে চাঞ্চল্যকর মজনু হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল হাসান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দেলদুয়ার উপজেলার পাছ এলাসিন গ্রামের সাগর মিয়া (৬০) ও তার তিন ছেলে এরশাদ মিয়া (২৮), রাশেদ মিয়া (২৬) ও মনিরুল ইসলাম (২২)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২০১৫ সালের ১৮ জুলাই বাড়ির সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে দেলদুয়ার উপজেলার পাছ এলাসিন গ্রামের মজনু মিয়ার (৩৫) সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে দণ্ডিত আসামিরা হামলা চালিয়ে মজনু মিয়াকে হত্যা করে। পরে নিহত মজনু মিয়ার স্ত্রী বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আলমগীর খান মেনু এবং আসামমিপক্ষে ছিলেন অ্যাডভোকেট বাকী মিয়া।
আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস