দেশজুড়ে

পিরোজপুরে ৪৮৭টি পূজা মণ্ডপে ব্যস্ত মৃৎশিল্পীরা

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে পিরোজপুর সদর পৌর শহরসহ ৭টি উপজেলার ৪টি পৌরসভায় এ বছর মোট ৪৮৭টি পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ সকল মণ্ডপে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। এখন চলছে রঙ-তুলির কাজ। নির্ঘুম রাত কাটছে শিল্পীদের।

জেলায় গত বছরের চেয়ে এ বছর ১৪টি পূজা মণ্ডপ বেড়েছে বলে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বিমল চন্দ্র মন্ডল জানিয়েছেন। ৪৮৭টি মণ্ডপের মধ্যে পিরোজপুর সদরে ৬৩, নাজীরপুরে ১১২, ইন্দরকানীতে ২৬, নেছারাবাদে (স্বরূপকাঠি) ১০৮, মঠবাড়িয়ায় ৮৯, ভাণ্ডারিয়ায় ৫৩ এবং কাউখালীতে ৩৬টি মণ্ডবে পূজা অনুষ্ঠিত হবে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মৃৎ শিল্পীরা তাদের নিখুঁত নৈপুণ্যতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে নান্দনিক করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতি বছরের ন্যায় এ বছরও হিন্দুধর্মাবলম্বীদের বছরের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরে ৪৮৭ মণ্ডপে একদিকে চলছে প্রতিমা তৈরির কাজ অন্যদিকে আগত দর্শণার্থীদের আকর্ষণ করতে এসব মণ্ডপগুলো নান্দনিক সাজে সাজাতেও ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।

আগামীকাল মঙ্গলবার শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবী দুর্গার আগমনী বার্তা। আগামী ২৬ শে সেপ্টেম্বর সোমবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ৩০শে সেপ্টেম্বর শনিবার মহা বিজয়া দশমী তিথিতে বিসর্জনের মধ্য দিয়ে পাঁচদিন ব্যাপী শারদীয় অনুষ্ঠান শেষে ঘোটকে (ঘাড়ায়) প্রস্থান করবেন দেবী দুর্গা।

এদিকে পাঁচদিন ব্যাপী অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ ইতোমধ্যে প্রস্তুতি সভা করেছেন।

পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালীদ হোসেন জানান, অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ এ তিন ক্যাটাগরিতে ৪৮৭টি মণ্ডপে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতি মণ্ডপে আনছার, পুলিশ ছাড়াও স্ব-স্ব মণ্ডপের আয়োজকদের স্বেচ্ছাসেবক বাহিনীও থাকবে।

হাসান মামুন/আরএআর/আইআই