দেশজুড়ে

পিরোজপুরে বজ্রপাতে মহিলাসহ নিহত ২

পিরোজপুরের ভান্ডারিয়ায় বজ্রপাতে উপজেলার উত্তর পৈকখালী গ্রামের কৃষক আ. লতিফ হাওলাদার (৬০), বলতলা গ্রামের গৃহীনি নাজমা আক্তার (৩৪) নিহত ও একই গ্রামের ঝুমুর আক্তার (১৪) আহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে ঝুমুর আক্তারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।গৌরিপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মানিক হাওলাদার এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আউশ মৌশুমে দুপুরের পর বিকেল ২ টার দিকে নিজের জমির বীজতলা দেখতে মাঠে গেলে লতিফ হাওলাদার বজ্রপাতে মারা যান। মাঠ থেকে বাড়িতে ফিরে আসতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুজি করে সন্ধ্যার পর বাড়ির পাশের মাঠে তাকে মৃত দেখতে পান।এদিকে, উপজেলার বলতলা গ্রামে দুপুরে বজ্রপাতে একটি চাম্বল গাছে বজ্রপাত পড়লে সেখানে দাঁড়িয়ে থাকা এক গৃহিনী নাজমা আক্তার বজ্রপাতে মারা যান। এ সময় একই বাড়ির সোবাহান সরদারের মেয়ে ঝুমুর আক্তারও আহত হন।হাসান মামুন/আরএস