হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়ায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে মা-বাবা-ভাই-বোনসহ ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয় শিশুসহ আরো ২ জন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন খান জাগো নিউজকে জানান, সকালে ঢাকা থেকে সিলেটমুখী প্রাইভেটকারটি দেবপাড়ায় পৌঁছলে বিপরীতমুখী পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। কারটি ট্রাকের নিচে ঢুকে পড়লে এর আরোহী সেনা সদস্য আব্দুল কাদের, তার বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হামিদ, মা কুলসুমা বেগম, বোন শারমিন বেগম ও কার চালক শাহ আলম ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত হন আব্দুল কাদেরের স্ত্রী লাভলী আক্তার ও ৩ বছর বয়সী মেয়ে লামিয়া আক্তার। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সিলেটের শাহপরান এলাকার বাসিন্দা। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুন্নবী সরকার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যান। এখলাছুর রহমান খোকন/এমজেড/এমএস