নাটোরের তালিকাভুক্ত জঙ্গি মাসুদ রানার স্ত্রী কোহিনুর আক্তার কলিকে বড়াইগ্রাম থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে কক্সবাজার থেকে রাজশাহীগামী শ্যামলী পরিবহন কোচ থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে ৫ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। এ সময় কক্সবাজার থেকে রাজশাহীগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচে তল্লাশিকালে কোচে থাকা কোহিনুর আক্তার কলিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কোহিনুর আক্তার কলি তালিকাভুক্ত নাটোরের জঙ্গি মাসুদ রানার স্ত্রী। দীর্ঘদিন ধরেই সে পলাতক ছিল। পরে তাকে নাটোর সদর উপজেলার চাঁদপুর পাবনা পাড়া এলাকায় গ্রেফতারকৃত জঙ্গি ফজলুর রহমানের বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এছাড়া আজ দুপুরে কোহিনুর আক্তার কলিকে ৫ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস