পাবনার ঈশ্বরদীর তিনটি হাইওয়ের একটি মোড় দাশুড়িয়া পয়েন্ট। ঢাকা-কুষ্টিয়া, ঢাকা-খুলনা, ঢাকা-পাবনা ও ঢাকা থেকে ঈশ্বরদীতে আসা-যাওয়ার জন্য সড়কের সকল প্রকার যানবাহন এই পয়েন্টটি অতিক্রম করতে হয়।
অনেক গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এখানে সড়ক ভেঙে খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল শুধু ব্যাহত হচ্ছে তাই নয়; প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
ঠিকমত বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রো চলাচল করতে না পারায় প্রতিদিন ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। প্রচণ্ড গরম উপেক্ষা করে বাসের ভেতরে নারী-শিশু-বৃদ্ধ সবাই কষ্ট পাচ্ছেন প্রতিনিয়ত।
দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার বলেন, অনেকবার লিখিতভাবে পাবনার সড়ক ও জনপথ বিভাগে জানানো হয়েছে। তারা শুধু আশ্বাস দেন, কোনো কাজ হয় না। উপজেলা পরিষদের মাসিক সভায়ও এ ব্যাপারে বলা হয়েছে।
ঈশ্বরদীর মহাসড়কে অবস্থিত দাশুড়িয়া ট্রাফিক মোড় দিয়ে প্রতিদিন ঢাকা থেকে উত্তরাঞ্চলের পাবনা, দক্ষিণাঞ্চলের কুষ্টিয়া, যশোর, খুলনা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, বরিশালসহ উত্তর-দক্ষিণাঞ্চলে যানবাহন যাতায়াত করে। গাড়ির চালকরাও ঝুঁকি নিয়ে এই পথে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
দাশুড়িয়া ডিগ্রি কলেজের হিসাবরক্ষক ও দাশুড়িয়া এলাকার বাসিন্দা আফজাল হোসেন খান বলেন, কয়েক দিন ধরে যানজটের তীব্রতা বেড়েই চলেছে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে। বর্তমানে দাশুড়িয়া মোড় দিয়ে হেঁটে চলাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন তিন-চারটি করে গাড়ি উল্টে দুর্ঘটনার কবলে পড়ছে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, যানজট নিরসনের জন্য পাকশী হাইওয়ে পুলিশের পাশাপাশি ঈশ্বরদী থানার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ পাবনার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার জানান, আপাতত মেরামতের কাজ শুরু হয়েছে। শেষ হতে ২০ দিনের মতো সময় লাগবে।
আলাউদ্দিন আহমেদ/এএম/আইআই