সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হোলদেপোতা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাদাকাটি সার্বজনীন দুর্গাপূজা কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আলতাফ হোসেন।বিশেষ অতিথি ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আখতার হোসেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দীপ প্রমুখ।
প্রতিযোগিতায় খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর নৌকা বাইচ দল প্রথম, সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুলপোতা নৌকা বাইচ দল দ্বিতীয়, সাতক্ষীরা সদর উপজেলার ষষ্ঠগ্রাম নৌকা বাইচ দল তৃতীয় স্থান অধিকার করে।
সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর পরিচালনায় প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী দলসহ অংশ গ্রহণকারী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আকরামুল ইসলাম/এফএ/আরআইপি