দেশজুড়ে

প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনা-সুজানগর মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সুইপার পট্টির মিলন সুইপারের ছেলে বাবু (৩৫) এবং বাবুর খালাতো ভাই রাজু (৩২)। সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হরিজন সম্প্রদায়ের বাবু ও তার খালাতো ভাই রাজু পূজা উপলক্ষে মোটরসাইকেলে করে পাবনায় বেড়াতে যাচ্ছিলেন। বেপরোয়াভাবে যাওয়ার সময় পাবনা-সুজানগর মহাসড়কের বান্নাই খালের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাবু ও রাজু ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও ওসি জানান।

একে জামান/আরএআর/আইআই