লক্ষ্মীপুরে পেশাগত দায়িত্ব পালন করায় পৃথক ঘটনায় সাংবাদিককে পিটিয়ে আহত ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। শনিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি মো. কাউছার, প্রথম আলো’র প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সময় টিভির প্রতিনিধি মাহবুবুর রহমান ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আব্বাছ হোসেন। এতে শতাধিক সংবাদকর্মী অংশ নেয়।
হামলা ও মামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা করতে গেলে সাংবাদিকদেরকে নানাভাবে মতলববাজদের হুমকির মুখে পড়তে হয়। হামলা-মামলা দিয়ে সাংবাদিকদের লেখনি দমিয়ে রাখা যাবে না। হামলার ঘটনায় দ্রুত ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করতে হবে। এ জন্য সাংবাদিকরা আন্দোলন চালিয়ে যাবেন।
প্রসঙ্গত, দৈনিক লক্ষ্মীপুর কণ্ঠ পত্রিকার সম্পাদক রফিকুল ইসলামকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী মোবাইল ফোনে বাড়িতে ডেকে নিয়ে মারধর করেন।
আবুল কাশেমের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সংবাদ প্রকাশ করায় তিনি অনুসারীদের নিয়ে এ হামলা চালান। এছাড়া সম্প্রতি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ কয়েক যুবকের ছবি ধারণ করেন দৈনিক খবরের প্রতিনিধি ইসমাইল হোসেন জবুর বিরুদ্ধে আদালতে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। উপজেলার আটিয়াতলি গ্রামের মহিউদ্দিন সুমন এ মামলাটি করেন।
কাজল কায়েস/এএম/আরআইপি