দেশজুড়ে

পিরোজপুরে যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার

পিরোজপুরের কালাখালী ইউনিয়নের পথেরহাট বাজার এলাকা থেকে শাহজালাল খান নামের এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহজালাল খান পথেরহাট বাজারের রুহুল আমিনের ছেলে।জানা যায়, গত ১৩ জুন থেকে শাহজালাল খান নিখোঁজ ছিল। বুধবার স্থানীয় লোকজন পথেরহাট বাজারের এক বাগানে তার মরদেহ অর্ধ গলিত অবস্থায় ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।হাসান মামুন/এসএস/আরআই