দেশজুড়ে

নাসিরনগরে গাঁজা-ইয়াবাসহ বাবা-ছেলে আটক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ২৫ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জেঠাগ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ওই গ্রামের মৃত মন্নর আলীর ছেলে রমজান আলী (৬৫) ও তার ছেলে জাহাঙ্গীর আলম (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, সন্ধ্যায় নাসিরনগরের জেঠাগ্রামে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি রমজান আলী ও তার ছেলে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। এ ঘটনায় নাসিরনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস