পাবনার ঈশ্বরদীতে পুলিশ ও মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার রাতে পদ্মানদীর সাঁড়াঘাটে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৩০)। তিনি জয়পুরহাট সদর উপজেলার আকমল হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, নুরুল ইসলামের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ ডাকাতি ও ছিনতাইয়ের নয়টি মামলা রয়েছে। তিনি মাদক সম্রাট ‘কানন’ নামে পরিচিত।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, নদীপথে মাদকের একটি বড় চালান আসছে এমন খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে সাঁড়াঘাটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে আহত অবস্থায় নুরুল ইসলামকে উদ্ধার করা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আলাউদ্দিন আহমেদ/এফএ/আইআই