পঞ্চগড়ে জঙ্গি পরিচয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতারকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার গভীর রাতে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পুলিশ ও সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতারের নামে একটি চিঠি আসে। চিঠির প্রেরকের নাম খতিবুর রহমান উল্লেখ করে ময়মনসিংহের ভালুকা ঠিকানা ব্যবহার করা হয়। চিঠিতে নিজেকে আওয়ামী লীগ পরিচয়ধারী ভয়ঙ্কর জঙ্গি পরিচয় দিয়ে স্থায়ী ঠিকানা পঞ্চগড় জেলা শহরের ব্যারিস্টার বাজারের নিকটে উল্লেখ করা হয়। সেই সঙ্গে নিজেকে পেশায় একজন অটোচালক বলেও পরিচয় দেয় চিঠির প্রেরক। মোবাইল নম্বর উল্লেখ করে ০১৭২৩২৭৫৯৫৫ এবং ০১৯১৮০০০৫৭০। টিঠিতে হত্যার হুমকি দিয়ে বলা হয়, ‘বেশি বাড়াবাড়ি করলে হত্যা করা হবে’।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার বলেন, এ ধরনের চিঠিতে আমি মোটেও ভীত নই। তবে নেতাদের পরামর্শে সঙ্গত কারণে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
পঞ্চগড় সদর থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতারকে হত্যার হুমকি দিয়ে চিঠির বিষয়ে একটি সাধারণ ডায়েরি রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সফিকুল আলম/এমএএস/আরআইপি