ভোলার ভেদুরিয়া ফেরিঘাট সড়কে কাভার্ড ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মো. লিটন নামের এক যাত্রী নিহত ও আরও ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভোলা-বরিশাল সড়কের ভোলা অংশের টাওয়ার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বালিয়াখালী এলাকার বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন।
প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে একটি কাভার্টভ্যান ফেরিঘাট এলাকা থেকে ভোলার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের যাত্রী লিটন নিহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। একই সঙ্গে দুর্ঘটনায় প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘাতক কার্ভারভ্যানটিকে জব্দ করেছে পুলিশ। তবে কাভার্টভ্যানের চালক পালিয়ে গেছে। ভোলা সদর পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন মিয়া জানায়, আমরা নিহত লিটনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষ হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে পুলিশ একটি অপমৃত্যু মামলা করবে বলেও জানান তিনি।
আদিল হোসেন তপু/আরএস/পিআর