খেলাধুলা

শুরুর চাপ ধরে রাখতে পারছে না টাইগাররা

শুরুতে দুই তরুণ উদয়মান পেসার তাসকিন আর মুস্তাফিজ চেপে ধরেছিলেন ভারতকে। তবে ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ধীরে ধীরে উইকেটে মানিয়ে নিচ্ছেন। এর আগে বেশ কয়েকটি জোরালো আবেদনে সারা দেননি আম্পায়ার।এর আগে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল, সৌম্য সরকার এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে চড়ে ভারতকে ৩০৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। ২ বল বাকি থাকতেই ৪৯ দশমিক ৪ ওভারে সব কয়টি ইউকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে টাইগাররা।বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে খেলতে থেকে টাইগাররা। তবে উড়ন্ত সূচনায় বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। এক সময় ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০২ রান তোলে বাংলাদেশ। কিন্তু ১৫তম ওভারে বৃষ্টি আসার পর সবকিছু উলটপালট হয়ে যায়।বৃষ্টির পর মনঃসংযোগ ধরে রাখতে না পারায় দ্রুত তিন তিনটি উইকেট পতনে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে সাকিব আল হাসান এবং সাব্বির আহমেদ ৮৭ রানের জুটি গড়ে বড় রান সংগ্রহের ইঙ্গিত দেন। এরপর সাব্বির আউট হওয়ায় নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে ৩০৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রাহিম, সাব্বির আহমেদ, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।ভারত একাদশ : শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবেনেশ্বর কুমার, উমেশ যাদব ও মোহিত শর্মা।আরটি/আরএস