দেশজুড়ে

দেবোত্তর সম্পত্তি দখল করতে দেয়া হবে না : সুলতানা কামাল

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, স্বাধীন দেশে কাউকে দেবোত্তর সম্পত্তি দখল করতে দেয়া হবে না। যেভাবে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে, ঠিক সেভাবে আন্দোলন সংগ্রাম করে লক্ষ্মীপুরের দালাল বাজারের জমিদার বাড়ির দেবোত্তর সম্পত্তি রক্ষা করা হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দেবোত্তর সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিকের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ট্রাইব্যুানাল আদালতের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রানা দাস গুপ্ত, এলআইডির নির্বাহী পরিচালক সামছুল হুদা, সাবেক জেলা জজ এসএম রেজাউল করিম, উত্তম চক্রবর্তী, অ্যাডভোকেট লতিফ আহম্মদ সিরাজী, জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার মজুমদার, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক সাহা প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে জেলার ৫টি উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্ট,পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি প্রশাসনের যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেবোত্তর সম্পত্তি দখলের পায়তারা করছেন, তাদের প্রতি ঘৃণা ও ক্ষোভ জানিয়ে তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে আরো বলেন, অন্যথায় তাদের বিরুদ্ধেও আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সম্পত্তি রক্ষা করা হবে বলে হুশিয়ারি দেন তিনি। মানববন্ধন শেষে সুলতানা কামালের নেতৃত্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের নেতারা লক্ষ্মীপুর সদরের দালাল বাজার জমিদার বাড়ি পরির্দশন করেন। এছাড়া জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। কাজল কায়েস/এমজেড/এমএস