ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের জোয়াদ্দার মৎস্য খামারে ২০ হাজার টাকা টিকিটে মাছ শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। ঘোষণা ছিল সবচেয়ে বড় মাছ শিকারিকে প্রথম পুরস্কার হিসেবে নগদ দেড় লাখ টাকা প্রদান করা হবে। ঘোষণা অনুযায়ী পাবনার দোগাছির মৎস্য শিকারি ডাক্তার মিলন হোসেন ৭ কেজি ৭০ গ্রাম ওজনের একটি কাতল মাছ শিকার করে বিজয়ী হন।
এসময় ৫ জন বিজয়ীর হাতে পুরস্কারের টাকা তুলে দেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কূল ময়েজ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি (মৎস্য) পদক প্রাপ্ত চাষি হাবিবুর রহমান মৎস্য হাবিব, পাবনা পৌরসভার কাউন্সিলর ফরিদুল ইসলাম ডালু ও পুকুর মালিক আবু তালেব জোয়াদ্দার।
পাবনা দোগাছির মৎস্য শিকারি ডাক্তার মিলন হোসেন ৭ কেজি ৭০ গ্রাম ওজনের একটি কাতল মাছ শিকার করে প্রথম, পাবনা শহরের বাবু ৬ কেজি ৩২০ গ্রাম ওজনের রুই মাছ শিকার করে দ্বিতীয়, টেবুনিয়ার জাহিদ মাস্টার ৫ কেজি ৭৫০ গ্রাম ওজনের কাতল মাছ শিকার করে তৃতীয়, পাবনা পৌরসভার কাউন্সিলর ফরিদুল ইসলাম ডালু ৫ কেজি ১২০ গ্রাম ওজনের ব্রিগেড মাছ শিকার করে চতুর্থ ও ঈশ্বরদী বাজারের ব্যবসায়ী আবুল হোসেন ৫ কেজি ৯০ গ্রাম ওজনের কাতল মাছ শিকার পঞ্চম হয়েছেন।
পুকুর মালিক আবু তালেব জোয়াদ্দার বলেন, বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ শিকারে অনেকে ছুটে আসেন। সৌখিন মৎস্য শিকারিদের জন্য পুরস্কারের আয়োজন করা হয়ে থাকে। এবার ৩০ জন মৎস্য শিকারি এতে অংশ নিয়েছিলেন। এতে প্রথম পুরস্কার ছিল দেড় লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ৩০ হাজার টাকা ও পঞ্চম পুরস্কার ২৫ হাজার টাকা। যে ব্যক্তি তার বরশিতে সবচেয়ে বড় মাছ ধরবেন তিনিই প্রথম হবেন। সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুকুরে মাছ শিকারের সময় নির্ধারণ ছিল।
আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস