দেশজুড়ে

হবিগঞ্জে শিক্ষার্থীদের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

দুই শিক্ষার্থীর কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আইআই