পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামে এক কবরে চারটি নবজাতককে দাফন করেছেন তাদের স্বজনরা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, ভান্ডারিয়া উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে (ক্লিনিকে) সোমবার রাতে এক প্রসূতির একসঙ্গে চারটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে।
তবে সন্তান চারটি মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে বলে ওই ক্লিনিকের ম্যানেজার বিজন কান্তি জানান। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার হেতালিয়া গ্রামের মাকসুদুর রহমান গাজীর মেয়ে বুশরাকে (২৪) যশোরের মাছুম বিল্লাহ নামের এক যুবকের সঙ্গে বিয়ে দেয়া হয়। বুশরার বিয়ের পর এই প্রথম তার গর্ভে সন্তান আসে।
রোববার সন্তান ভূমিষ্ঠের জন্য আমাদের ক্লিনিকে নিয়ে আসলে রাত আড়াইটার দিকে স্বাভাবিকভাবেই তার তিনটি পুত্র ও একটি কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। তবে সব সন্তানই মৃত ভূমিষ্ঠ হয়েছে। প্রসূতি সুস্থ আছেন।
এদিকে সন্তানদের নানা মাকসুদুর রহমান গাজী বাড়ি এনে রাতেই নবজাতকদের এক কবরে দাফন করেন। নবজাতকদের একই কবরে দাফনের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয়রা।
হাসান মামুন/এএম/এমএস