কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালুক কালোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মহসীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শওকত আলী সরকার। আলোচনায় অংশ নেন কুড়িগ্রাম খামারবাড়ির জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বিধূ ভূষণ রায়, অতিরিক্ত পরিচালক (শষ্য) মো. আব্দুর রশিদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, লাভজনক ফসল হওয়ায় বর্তমানে কুড়িগ্রামে উন্নত জাতের পানি কচু ও মুখী কচুর চাষ বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহায়তায় এ গ্রামের কৃষক মকবুল হোসেন ২৫ শতক জমিতে মুখী কচুর (বারি-২) চাষ করেছেন। আষাঢ়ের শেষে উৎপাদন শুরু হবে। এতে ভাল ফলনের আশা করছেন কৃষক মকবুল। নাজমুল হোসেন/এমজেড/এমএস