দেশজুড়ে

ইউপি সদস্যসহ ৫ জুয়াড়ির কারাদণ্ড

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইউপি সদস্যসহ ৫ জুয়াড়িকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম ফেরদৌস ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১ মাসে বিনাশ্রম কারাদণ্ড দেন। এর আগে মঙ্গলবার রাতে মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাধাইনগড় ইউনিয়নের ২নং ওর্য়াডের ইউপি সদস্য জিয়াউর রহমান, তাড়াশ দক্ষিণপাড়ার মহির উদ্দিন, মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামের নুর মোহাম্মদের ছেলে কামাল পাশা, তাড়াশ সদরের আব্দুস সামাদ ও দেশীগ্রামের আব্দুস সালাম।

তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান জানান, আটক ৫ জুয়াড়িকে বুধবার সকালে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি