দেশজুড়ে

সিরাজগঞ্জে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোরে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে গোলচত্বরে এলাকায় চেকপোস্ট বসিয়ে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের বাংকারের ভেতরে ৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আইআই