বিনোদন

মিশন মাদ্রিদ নিয়ে চলচ্চিত্রে তিথি (দেখুন ছবিতে)

অবশেষে চলচ্চিত্র জগতের রুপালী পর্দায় নাম লেখালেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী কবির তিথি। সম্প্রতি তিথি চুক্তিবদ্ধ হয়েছেন ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘মিশন মাদ্রিদ’ ছবিতে। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে এই ছবির শুটিং হবে স্পেনের মাদ্রিদে। তাই ঈদের দুদিন পরই স্পেনের উদ্দেশ্যে রওনা দিবেন কবির তিথি।

চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে তিথি বলেন, ‘এতোদিন টিভি নাটকে অভিনয় করেছি,আমার স্বপ্ন ছিলো বড়ো পর্দায় কাজ করবো । সেই স্বপ্ন পূরন হতে চলেছে। খুব ভালো লাগছে। আশা করছি দর্শকদের জন্য পূর্ণাঙ্গ বিনোদনের একটি ছবি নিয়ে আসতে পারবো।’

আরো জানা যায়, স্পেনে প্রায় টানা ১২দিন `মিশন মাদ্রিদ` ছবির শুটিং এর কাজে ব্যস্ত থাকবেন ছবির কলাকুশলীরা। ছবিতে তিথির নায়ক হিসেবে অভিনয় করবেন বাপ্পি । তিথি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ঈদের নাটক ও উপস্থাপনা নিয়েই। পাশাপাশি নাচও করছেন বিভিন্ন টিভি অনুষ্ঠানে ।আরএএইচ/এলএ/আরআইপি