দেশজুড়ে

ইলিশ ধরার দায়ে রাজবাড়ীতে ২৫ জেলের সাজা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার দায়ে ২৫ জন জেলেকে আটকের পর ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং এক জেলেকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে রাজবাড়ী সদর, পাংশা ও গোয়ালন্দ উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

রাজবাড়ী সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচলানার মাধ্যমে ১২ জেলেকে ১০দিন করে কারাদণ্ড দেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, ২৪ আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে পাঁচ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড এবং এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে গোয়ালন্দ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে চারজন জেলেকে ১৫ দিন এবং অপর তিন জেলেকে ২৫ দিন করে কারাদণ্ড দেন।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিনুর রহমান জানান, মা ইলিশ রক্ষার চলমান অভিযানের ১১তম দিনে জেলার পদ্মা নদীর বিভিন্নস্থানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা মৎস্য অধিদফতর ও উপজেলা মৎস্য অধিদফতর যৌথভাবে পুলিশ, ২৪ ব্যাটালিয়ন আনসারের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ২৫ জেলেকে আটকের পর ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং এক জেলেকে জরিমানা করা হয়েছে। এ সময় ৬৮ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পড়ে জব্দকৃত জাল আগুনে পোড়ানো হয় এবং মাছগুলো বিভিন্ন এতিমখানায় দেয়া হয়েছে। ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

রুবেলুর রহমান/আরএআর/জেআইএম