তথ্যপ্রযুক্তি

ওয়েব ভার্সন আনলো স্কাইপ

বিশ্বের অসংখ্য স্কাইপ ব্যবহারকারীদের কথা বিবেচনা করে ওয়েব ভার্সন এনেছে মাইক্রোসফট। ব্যবহারকারীরা এ ভার্সনটিতে স্কাইপ ম্যাসেঞ্জার ডাউনলোড না করেই সরাসরি ওয়েবসাইট হতে স্কাইপ ব্যবহার করতে পারবেন।  নতুন এ ভার্সনটির বিষয়ে মাইক্রোসফট জানিয়েছে, সারাবিশ্বের ব্যবহারকারীদের জন্য স্কাইপের এ বেটা ভার্সনটি অবমুক্ত করে সংস্থাটি খুবই আনন্দিত। ওয়েব সাইটটির ঠিকানা : www.skype.com নতুন এ ভার্সনটিতে ম্যাসেঞ্জারের মতোই অডিও, ভিডিও ও টেক্সট চ্যাটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। তবে পরিপূর্ণ সেবা পেতে হলে ব্যবহারকারীদের অবশ্যই এর প্লাগইন ইনস্টল করে নিতে হবে।এসএইচএস/বিএ/আরআইপি