ঝিনাইদহে ৮ হাত-পা বিশিষ্ট এক ছেলে সন্তানের জন্ম হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম হয়। শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের সুধির সরকারের মেয়ে নিপা সরকারের গর্ভে জন্ম নিয়েছে শিশুটি। নিপার শ্বশুর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটির শরীরের সঙ্গে যুক্ত হয়ে আছে আরেকটি শরীর। কিন্তু, হঠাৎ করে দেখে মনে হচ্ছে শিশুটির চারটি পা ও চারটি হাত। এদিকে ৮ হাত পা নিয়ে ছেলে সন্তানের জন্মের খবর পেয়ে শিশুটিকে দেখতে গভীর রাতেই হাসপাতালে শুরু হয় উৎসুক জনতার ভিড়। হাসপাতালের টিএইচও ডা. খন্দকার বাবর আলী জানান, অস্বাভাবিক আকারে জন্ম নেওয়া শিশুটি রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।এমএএস/আরআইপি